টুইটারে গরুর গাড়ির ছবি পোস্ট করলেন ভারতের অন্যতম বৃহৎ গাড়ির প্রস্তুতকারক সংস্থা মাহিন্দ্রা গ্রুপের (MAHINDRA GROUP) কর্ণধার আনন্দ মাহিন্দ্রা। আর সেই ছবি পোস্ট করে ট্যাগ করলেন টেসলার (TESLA) CEO এলন মাস্ককে। জানতে চাইলেন তাঁর প্রতিক্রিয়াও।

আনন্দ মাহিন্দ্রা যে ছবিটি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে, পাহাড়ের পাদদেশে সবুজ ক্ষেতের মধ্যে দিয়ে কাঁচা রাস্তায় এগিয়ে চলেছে একটি গরুর গাড়ি। দু’জন সওয়ারি এবং গরুর গাড়ির চালক ঘুমিয়ে পড়েছেন। কিন্তু গরু দু’টি নিজের মতো করে গাড়িটি টেনে নিয়ে চলেছে।

রসিকতা করে আনন্দ মাহিন্দ্রা লিখেছেন, ‘এটা হল আসল টেসলা গাড়ি। কোনও গুগল ম্যাপের (GOOGLE MAP) প্রয়োজন নেই। পুরোপুরি নিজের মতো করেই চলছে এই গাড়ি! নিশ্চিতে থাকুন। ঘুমিয়ে পড়ুন। গন্তব্যে ঠিক পৌঁছে যাবেন।’

দুনিয়ার গাড়ির জগতে ইলেকট্রিক কার TELSA নিজের মতো করে চলা এবং কম খরচে যাত্রার দাবি রেখেছে। এই দাবির প্রেক্ষিতেই মাহিন্দ্রা টেনে এনেছেন ভারতের  ‘ORIGINAL TELSA VEHICLE’ গরুর গাড়িকে!

ভারতের গাড়ির জগতের এক নক্ষত্রের এমন রসিকতা নিয়ে এলন মাস্কের জবাব অবশ্য এখনও পাওয়া যায়নি। হয়তো টুইটারের দায়িত্ব নিয়ে এখন অনেক বেশি ব্যস্ত তিনি। গরুর গাড়িতে নিশ্চিন্তে ঘুমের কথা আপাতত ভাবতেই পারছেন না।