দেশের লড়াইয়ে পতিতার টাকা

স্বাধীনতা আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে ভারতের বহু ধনী মানুষ তাঁদের অর্থ দান করেছেন। মহিলারা গা থেকে খুলে দিয়েছেন সোনার গয়না। সুভাষচন্দ্রের গলার একেকটি মালা নিলামে কিনে নিয়েছেন দেশভক্ত তাঁর অনুগামীরা। ইতিহাসের পাতায় সেসব কথা রয়ে গিয়েছে সোনার অক্ষরে। কিন্তু সমাজ যাদের দূরে সরিয়ে রেখেছে, সেই সোনাগাছি, চিৎপুরের পতিতারাও তাঁদের সংগ্রহ করা অর্থ তুলে দিয়েছেন স্বদেশী … Continue reading দেশের লড়াইয়ে পতিতার টাকা