শিবঠাকুরের আপন দেশে
আইনকানুন সর্বনেশে।
কেউ যদি যায় পিছলে পরে
পয়দা এসে পাকড়ে ধরে।
…কারো যদি দাঁতটি নড়ে
চারটি টাকা মাসুল ধরে।
-একুশে আইন সুকুমার রায়। এইরকম একটি আইন আছে ভারতে। তবে কেসটা দাঁত নড়ার নয়, দাঁত পরিষ্কার করার। অন্ধপ্রদেশে একটি মোটরগাড়ি পরিদর্শক হবার জন্য একটি অদ্ভুত আইন আছে। এই আইনের ধারায় বলা হচ্ছে. অন্ধ্রপ্রদেশ ট্রান্সপোর্ট মোটরগাড়ির পরিদর্শক হবার জন্য প্রার্থীদের দিনে দুবার দাঁত ব্রাশ করতে হবে যাতে তার দাঁত ক্ষয় না হয়। যদি একজন পরিদর্শক প্রতিদিন তার দাঁত ব্রাশ না করেন তবে এর পরিণতি হিসেবে তিনি চাকরি থেকে ছাঁটাই হতে পারেন। হায়দ্রাবাদ বিজ্ঞপ্তি নম্বর 21.2012 বলছে যে বর্ণান্ধতা, ভাঙা অঙ্গ, একটি চোখের অসুস্থ অবস্থা এবং ক্ষয়প্রাপ্ত দাঁত আপনাকে কাজের জন্য অযোগ্য করে তুলতে পারে। (For becoming an assistant motor vehicle in the Andhra Pradesh Transport subordinate service, the candidates have to brush their teeth daily twice a day for preventing tooth decay. If an inspector doesn’t brush their teeth daily the consequences can lead to the disqualification of the job. Hyderabad notification Number 21.2012 States; that colour blindness, broken limb, sick condition of an eye, and decay tooth can make you incompetent for the job.)
তাই সাবধান! চাকরি বজায় রাখতে ভাল করে দাঁত মাজুন।.