পশুপ্রেমীদের জন্য সুখবর। ভারতে এই প্রথমবার সামনে এল পশুদের জন্য করোনা ভ্যাকসিন। নাম, অ্যানকোভ্যাক্স। এই তৈরি করেছে হরিয়ানার ICAR-National Research Centre on Equines(NRC)। বলা হচ্ছে, এই ভ্যাকসিন করোনার ডেল্টা ও ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে পশুদের লড়াই করতে সাহায্য করবে।
মানুষের থেকে পশুদের দেহে করোনা ছড়ায় কি না, তা নিয়ে বিতর্ক রয়েছে। তবে কয়েকটি গবেষণা দাবি করেছে, খুব কাছাকাছি থাকলে মানুষের থেকে পশুদের দেহে করোনা ভাইরাস ছড়াতে পারে। গোটা বিশ্বেই এই ধরনের অনেক উদাহরণ সামনে এসেছে। বিশেষ করে কুকুরের ক্ষেত্রে এমন সম্ভাবনা দেখা গিয়েছে। তবে করোনা ভাইরাসে আক্রান্ত পশুদের বিরাট ভাবে অসুস্থ হতে দেখা যায়নি, তাদের মধ্যে রোগের মৃদু লক্ষণ দেখা গিয়েছে। সঙ্কটজনক ভাবে করোনা আক্রান্ত পশু বিরল।
তা হলেও পশুদের জন্য করোনা ভ্যাকসিন কুকুর কিংবা বিড়ালপ্রেমীদের অনেকটাই আশ্বস্ত করবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে সেই সময়ে যখন ভারতের মতো দেশে করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচারাল রিসার্চ (ICAR) জানাচ্ছে, অ্যানকোভ্যাক্স কোভিডের ওমিক্রন ও ডেল্টা ভ্যারিয়েন্টের উপর কাজ করতে সক্ষম। এটি কুকুর, সিংহ, লেপার্ড, ইঁদুর কিংবা খরগোশের জন্য নিরাপদ।
ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানিয়েছেন, করোনার শুরুতে এক পর্যায়ে দেখা গিয়েছিল, শুধুমাত্র পশুদের দেহেই সংক্রমণ থেকে যাচ্ছে। কিন্তু পরে দেখা যায়, শুকর কিংবা কুকুরের শরীর থেকেও মানুষের দেহে সংক্রমণ হচ্ছে। তবে পশু থেকে মানুষের শরীরে পৌঁছে যাওয়া করোনা ভাইরাস ততটা ঘাতক রূপ নিতে পারছে না। রোগের মৃদু উপসর্গের মধ্যে দিয়েই ব্যাপারটা থেমে যাচ্ছে। তবে যে ভাবে করোনার নতুন নতুন স্ট্রেন সামনে আসছে, তাতে গবেষকেরা চিন্তিত।