ক্যামেরাকে সঙ্গী করে একটি বিশেষ মুর্হূতকে চিরকালীন করে রাখার চেষ্টা। পেশাদারী ফটোগ্রাফার থেকে শুরু করে মোবাইল হাতে আমজনতা— চেষ্টার ত্রুটি নেই কারও। বিশ্বপ্রকৃতির আশ্চর্য ক্যানভাস থেকে উঠে আসা এমনই কিছু ফটোগ্রাফকে একত্রিত করে একটি প্রদর্শনী চলছে কলকাতায়, অ্যাকাডেমি অফ ফাইন আর্টস-এর প্রদর্শনীশালায়। নয় জন ফটোগ্রাফারের সেরা সত্তরটি ছবি নিয়ে প্রদর্শনী। শুরু হয়েছে ৪ মে থেকে। মন জুড়িয়ে দেওয়া প্রদর্শনীটি দর্শকদের জন্য খোলা থাকবে ১০ মে পর্যন্ত।

গোটা বিষয়টির উদ্যোগ নিয়েছে ‘এক্সপ্রেশন’ নামে একটি সংগঠন। আলোকচিত্রের মুন্সিয়ানাকে তুলে ধরতে ২০০৫ সাল থেকে কাজ করে চলেছে সংগঠনটি। প্রতিষ্ঠাতারা সবাই পেশাদার আলোকচিত্রী নন, তবে পেশাদারিত্ব তাঁদের দৃষ্টিভঙ্গি ও শিল্পকর্মে। অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের প্রদর্শনীতে পৌঁছে গেলেই দর্শকেরা যা অনুভব করতে পারবেন। করোনা আবহে গত দু’বছর ধরে বন্ধ ছিল এক্সপ্রেশন-এর প্রদর্শনী। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই ফের পুরনো উদ্যমে বঙ্গের দর্শকদের সামনে হাজির হয়েছেন এক্সপ্রেশন-এর আলোকচিত্রীরা। প্রদর্শনীতে দেবাঞ্জন ঘোষ, গৌতম বসু, জয়দেব চক্রবর্তী, কল্পনা রায়, পল্লবী চট্টোপাধ্যায়, পল্লোল দও, পার্থ সেন, সেলিম মিস্ত্রি ও পার্থ মণ্ডলের তোলা ফটোগ্রাফগুলি জায়গা পেয়েছে।

প্রকৃতি ও জীবনের এক একটি বিশেষ মুহূর্ত কী ভাবে উঠে এসেছে তাঁদের লেন্সে, তার কয়েকটি নমুনা তুলে ধরছি আমরা।

1 COMMENT

Comments are closed.