মানুষের ধর্মীয় বিশ্বাস, চালচলন, সামাজিক রীতিনীতি, অনুষ্ঠান সবকিছুই সময়ের সঙ্গে সঙ্গে অনেক পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। উচ্চবিত্ত অথবা শিক্ষিত মধ্যবিত্ত সমাজ তথাকথিত ‘নিম্নবর্গীয়’ মানুষ বা তাদের যে উৎসবগুলিকে একটু নাক কুঁচকে দেখে তাদের মধ্যে অন্যতম— কার্তিক ও বিশ্বকর্মা পুজো। এলিট সমাজের চোখে দুটোই পতিত আর পতিতদের জন্য নির্দিষ্ট। চেহারার সাদৃশ্য মাথায় রেখে সোশ্যাল মিডিয়াতে একজন মজা করে লিখেছেন: ‘আসলে বিশ্বকর্মা ও কার্তিক দু’জনে অভিন্ন ব্যক্তি, বি-টেক পাশ করার পর চাকরি না পেয়ে বিশ্বকর্মাই নাকি আইবুড়ো কার্তিক হয়েছেন’। যুক্তিটা মন্দ নয়! আমার মনে হল, তাই হয়তো হাতি পোষা ছেড়ে চাল-গম-সাপ খাওয়া ময়ূরকে বাহন করে কস্টকাট করছেন ট্রানসফর্মড বিশ্বকর্মা- কার্তিক।

বাস্তবে কিন্তু বিশ্বকর্মাকে উচ্চবংশ বা ব্লু-ব্লাড বলাই যায়, কারণ মা অঙ্গীরসী দেবগুরু বৃহস্পতির কন্যা, বাবা প্রভাস অষ্টবসুর এক বসু। যাই হোক, বসু পরিবার থেকে বেরিয়ে বিশ্বকর্মা কিন্তু ব্রহ্মাণ্ডের বিভিন্ন লোকের জন্য প্রচুর কাজ করেছেন। নিজের পাঁচ ছেলেমেয়ের মধ্যে মেজো ছেলে নলকে রিক্রুট করেন রামচন্দ্রের কাছে ভারত-শ্রীলঙ্কার মধ্যে রামসেতু নির্মাণের প্রধান কন্সট্রাকশন ইঞ্জিনিয়ার হিসেবে। বড় মেয়ের বিয়ে দেন রবির সাথে, না না, রবি ঠাকুর নয়, সূর্যদেবের কথা বলা হচ্ছে। ঘোর কলিকাল! তাই হয়তো তাঁর মতো করিৎকর্মা একজন দেবতাকে নিয়ে মেতে থাকে কতগুলো বিশেষ জীবিকার মানুষ। গ্রাম আর ছোট শহরে রাজমিস্ত্রির বাড়ি, গ্রিল কারখানা, মুড়ি মিল বাদ দিলে বড় শহরের লেদ, ছোটবড় কারখানা, ইঞ্জিনিয়ারিং কলেজ ছাড়াও রিক্সা আর অটোস্ট্যান্ডগুলোতে জমজমাট আয়োজন হয় তার আরাধনার। এই আয়োজনে বহু তরিজুতে করা প্যান্ডেল-প্রসাদী-আলোকসজ্জার সঙ্গে বাজেটে ধরা প্রধান প্রয়োজনীয় জিনিস হল, একজোড়া ঢাউস বক্স মানে কালো কালো দু’টি স্পিকার।

প্রচলিত ধর্মীয় পুরাণ ও সাহিত্য ছাড়াও ঋক বেদেও বিশ্বকর্মার উল্লেখ রয়েছে। পেশাটাই তাঁর পরিচয়। দেবতাদের এই অলরাউন্ডার আইআইটি টপার না হয়েও সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এ্যারোনেটিক্যাল এমনকি আর্টিলারি— সব ডিভিশনের সেরা ইঞ্জিনিয়ার। কারিগরি বাদ দিলে অন্যদিকে তিনি স্থপতি ও শিল্পী, নিদর্শন হিসেবে কৈলাস পর্বতে দক্ষরাজ কুবেরের অলকাপুরী আর রাবণের লঙ্কা নির্মাণের কথা বলা যায়।  আবার প্রজাপতি ব্রহ্মাকে তিনি সুপারসনিক পুষ্পক বিমান তৈরি করে দেন, যদিও বার্ধক্যজনিত কারণে ব্যবহার না করায় সেই পুষ্পক যক্ষরাজ কুবেরের হাত ঘুরে শেষে কিনা রাবণের কেনা প্রথম সেকেন্ডহ্যান্ড প্লেন। আজ আমেরিকা রাশিয়ার বদনাম— এরা নাকি অন্য যুদ্ধবাজ দেশের সঙ্গে অস্ত্রের কারবার করে! তাহলে তিনিই বা কম কী ছিলেন? সাঙ্গ আর পিনাক নামে দুটি দিব্য ধনুক বানিয়ে বিষ্ণু মহাদেবকে দেন, আর তাই নিয়ে দু’জনের যুদ্ধ যুদ্ধ খেলায় ব্রহ্মাণ্ডে প্রলয় শুরু হয়। যুদ্ধে বিরক্ত শিব ধনুক ফেলে দেন, কুড়িয়ে নেয় মিথিলার রাজা জনকের পূর্বসূরী। অন্যদিকে বিষ্ণু তার প্রিয়ভক্ত পরশুরামকে নিজেরটা গিফট করে দেন। ঘটনাচক্রে সেই ত্রেতাযুগে আজকের “জয় শ্রীরাম”-এর রামচন্দ্র ওই দু’টি ধনুকই পরপর ভেঙে একদিকে সীতাকে বিয়ে করেন, আরেক দিকে পরশুরামের দর্পচূর্ণ করেন। এছাড়াও স্পেশাল কাস্টমাইজড ওয়েপন হিসেবে নারায়ণের সুদর্শনচক্র আর মহাদেবের ত্রিশূল তৈরি করেছিলেন।

এহেন একজন অ্যাক্টিভ দেবতার অ্যাক্টিভ ভক্তরা লিকার শপে লাইন দিয়ে সোমরস কিনে শিল্পের ঝড় তুলবেন এমন আশা করতেই পারেন, তবে এই ভক্তবৃন্দ কিভাবে যে তাদের চাইনিজ পেনড্রাইভে ৮০-৯০ দশকের মাচা কাঁপানো হিন্দি গান আনলিমিটেড বাজিয়ে চলেন, তা বেশ আশ্চর্যের!

ধরুন পুজো হয়ে গেছে। অটোস্ট্যান্ডের প্যান্ডেলে আর তেমন লোক নেই। বিশ্বকর্মা ঠাকুরের চোখেমুখে যেন বিষাদ। কলাপাতায় শুকিয়ে যাওয়া দধিকর্মায় মাছি উড়ছে। বক্স দুটোতে তালাত আজিজের পুরনো একটা গান একঘেয়ে তালে বেজে চলেছে। তাতেই পাশের বস্তির কয়েকটা বাচ্চা এন্তার ফূর্তিতে নেচে চলেছে। এদেশের মানুষের জন্য একবার উড়িষ্যার প্রভু জগন্নাথ দেবকে গড়েছিল। সে অবশ্য অনেক আগের কথা। এখন দেখতে পাচ্ছেন এ দেশের লোকেরা শিল্প-শিক্ষা আর ধর্ম সব একথালায় মেখে খাচ্ছে। তাই, যত তাড়াতাড়ি সম্ভব তার জলে পড়ে যাওয়াই ভাল, রাতের ফ্লাইটে জার্মানি ফিরে যেতে হবে ভায়া হিথরো। আজকাল ওখানেই থাকেন তিনি। প্রতিবার পুজোর আগে একবার ঘুরে যান একটা প্রশ্ন নিয়ে। কিভাবে যে এ পোড়া দেশে তিনি বিশ্বকর্মা থেকে নিঃস্বকর্মা হয়ে গেলেন— সেকথাটা আজও বুঝতে পারেন না।

3 COMMENTS

  1. ছিমছাম ছোট্ট লেখা, কিন্তু মর্মভেদ করতে ভুল করে না।

  2. Anek ajana tothyo janlam jeta hoito jana darkar chilo..lekhoni khub bhalo…prayas chaliye jaoa uchit👍👍

Comments are closed.