আমেরিকার ডিফেন্স ডিপার্টমেন্টের পরে সে দেশে সবচেয়ে বেশি বিস্ফোরক কিনে থাকে ডিজনি ওয়ার্ল্ড। হ্যাঁ, ডিজনি ওয়ার্ল্ড! যা নাকি পৃথিবীর সবচেয়ে সুখী এলাকা। সবসময়েই আনন্দ বিরাজ করে— সেই ডিজনি ওয়ার্ল্ড হল বিস্ফোরকের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা। মিকি মাউস (Mickey Mouse) এবং ডোনাল্ড ডাকের (Donald Duck) দেশে বিস্ফোরক!

একটু আধটু নয়, ডিজনি ওয়ার্ল্ড বিস্ফোরক দ্রব্যের জন্য প্রতি বছর ৫০ মিলিয়ন ডলার ব্যয় করে। প্রশ্ন হল, কী করতে লাগে এতটা বিস্ফোরক?

না, খারাপ কোনও কাজে ব্যবহার হয় না এই সব বিস্ফোরক (Explosive)। প্রতিদিন প্রায় ৪০০টি বাস ও ১২টি মনোরেল ছাড়াও ডিজনির নিজস্ব ওয়াটার ট্যাক্সি  ও নৌকার মাধ্যমে গড়ে আড়াই লক্ষ মানুষ আসেন ডিজনি পার্কে। বলা হয়, ডিজনির মনোরেলগুলি এতবার প্রদক্ষিণ করেছে যে সেই পথ যোগ করলে দু’বার চাঁদে গিয়ে ফিরে আসা যায়। এই দর্শকেরা ডিজনি পার্কে ঘোরার সময়ে নানা জায়গায় যান। সেই সময় প্রতিটি জায়গায় বাজির আলো চোখে পড়ে তাঁদের। আর এই বাজি প্রদর্শনের জন্যই কেনা হয় এত বিপুল পরিমাণ বিস্ফোরক। সবটাই আসলে মানুষের মনোরঞ্জন করার জন্য। মানুষকে যাতে আরও আনন্দ দেওয়া যায়, তারই চেষ্টা। যে সংস্থা প্রতিদিন ১৯.৬৮ মিলিয়ন মার্কিন ডলার লাভ করে থাকে, তাদের কাছে বছরে ৫০ মিলিয়ন ডলার ব্যয়! এমন কিছুই নয়!