দেখতে একেবারে লিপস্টিকের মতো। এমনই ফুলের গাছের সন্ধান মিলল অরুণাচল প্রদেশে। উদ্ভিদবিদরা জানিয়েছেন, প্রায় একশো বছর পর এই লিপস্টিক ফুলের খোঁজ মিলল ভারতে।

বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার গবেষকেরা অরুণাচল প্রদেশের আনজউ জেলার এই ফুল গাছটির হদিস পেয়েছেন। তাঁদের বক্তব্য, বিরল প্রজাতির এই গাছকে বলা হয় লিপস্টিক প্লান্ট যার বিজ্ঞানসম্মত নাম অ্যাসকেইন্যানথাস মোনেটারিয়া ডান। এর আগে ১৯১২ সালে ভারতে এই গাছটিকে দেখা গিয়েছিল।


গবেষকেরা বলছেন, অরুণাচল-সহ উত্তর-পূর্ব ভারতে বিভিন্ন বিরল প্রজাতির প্রাণী ও উদ্ভিদের দেখা মেলে। কিন্তু এজন্য আরও গভীর অনুসন্ধানের প্রয়োজন রয়েছে। তবে প্রায় ১০০ বছর পর ভারতে লিপস্টিক ফুলের আবিষ্কার গবেষকদের মুখে হাসি ফুটিয়েছে।