ভারতে পাম তেল নিয়ে চলা সঙ্কট কেটে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কারণ, বিশ্বের সবচেয়ে বেশি পাম তেল উৎপাদনকারী দেশ ইন্দোনেশিয়া সিদ্ধান্ত নিয়েছে, আগামী ২৩ মে, সোমবার থেকে এই তেল রফতানি উপর নিষেধাজ্ঞা তুলে নেবে তারা। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন।

গত মার্চ মাসে ইন্দোনেশিয়ার অভ্যন্তরীন বাজারে পাম তেলের সঙ্কট দেখা দিয়েছিল। সঙ্কট এমন জায়গায় পৌঁছয় যে পাম তেলের জন্য  দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে কয়েকজনের মৃত্যু পর্যন্ত হয়। সঙ্কট মোকাবিলা করতে ইন্দোনেশিয়া পাম তেল রফতানির উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল।

ইন্দোনেশিয়া বিশ্বের বাজারে সবচেয়ে বেশি পাম তেল রফতানি করে। আন্তর্জাতিক বাজারের প্রায় ৬০ শতাংশ। এদিকে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের ফলে কৃষ্ণসাগর দিয়ে ভোজ্যতেল পরিবহণ কার্যত বন্ধ। ফলে বিশ্বজুড়ে তৈরি হয় ভোজ্য তেলের সঙ্কট। ভারতে আকাশছোঁয়া হয়েছে তেলের দাম।

ফলে এই সঙ্কটের সময়ে ইন্দোনেশিয়া পাম  তেল উপর রফতানির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় ভারতের মতো দেশে জোগান বেড়ে যাওয়ার আশা তৈরি হয়েছে। ভারতের জন্য এটা স্বস্তির খবর। কারণ, ভারতের  ভোজ্যতেল আমদানির বেশিরভাগটাই আসে ইন্দোনেশিয়া থেকে।