দেহে চারটি হাত, চারটি পা। বিহারের প্রত্যন্ত গ্রামে এমনই শারীরিক বিকৃতি নিয়ে জন্ম নিয়েছিল একটি শিশু। কিন্তু খুব বেশি দিন দুর্ভাগ্যকে সঙ্গী করে থাকতে হল না তাকে। শিশুটির দেহে অস্ত্রোপচারের উদ্যোগ নিতে এগিয়ে এলেন বলিউডের অভিনেতা সোনু সুদ। এবং সম্পূর্ণ নিজের উদ্যোগে সেই অপারেশন করালেনও তিনি। শিশুকন্যার অপারেশন করানোর মতো টাকাপয়সা ছিল না তার বাবা-মায়ের।
বৃহস্পতিবার রাতে হাসপাতালের বেড থেকে ওই শিশুকন্যার ছবি পোস্ট করেছেন সোনু। নিজের টুইটার অ্যাকাউন্টে সেই ছবি শেয়ার করে লিখেছেন, ‘‘আমার আর চৌমুখী কুমারীর যাত্রা সফল হয়েছে। দেহে চারটি পা আর চারটি হাত নিয়ে চৌমুখীর জন্ম হয়েছিল বিহারের ছোট্ট একটি গ্রামে। এবার সফল অস্ত্রোপচারের পরে সে নিজের গ্রামে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত।’’
টুইটারে সোনু সুদের এই পোস্টের পরই অভিনেতার কাজকর্ম নিয়ে প্রশংসার বন্যা বইছে সমাজমাধ্যমে। সুনীল শেট্টি, রিধিমা পণ্ডিত, এসা গুপ্তের মতো অভিনেতা-অভিনেত্রীরাও সোনুকে ধন্যবাদ জানিয়েছেন। করোনা আবহে লকডাউন— আর তাতে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে সোনু সুদ যে ভাবে এগিয়ে এসেছিলেন, তা নিয়ে দেশের মানুষের থেকে ব্যাপক প্রশংসা পেয়েছেন এই অভিনেতা। এবার একটি দরিদ্র পরিবারের শিশুর চরম সঙ্কটে পাশে দাঁড়াতে দেখা গেল তাঁকে।