ভারতে বেশ অনেক রকম বিয়ের কথাই শোনা যায়। ব্রহ্মা বিবাহ, গান্ধর্ব বিবাহ , রাক্ষস বিবাহ , পিশাচ বিবাহ থেকে আধুনিক কালে সমকামী বিবাহ। এই প্রতিটি বিয়ের আচার আলাদা হলেও একটি মিল কিন্তু রয়েছে। সেটা হল বিয়ের প্রাথমিক শর্ত অনুসারে অপরপক্ষের উপস্থিতি অনিবার্য। সেক্ষেত্রে বয়সের তারতম্য থাকতে পারে, লিঙ্গের বৈপরীত্য না-ও থাকতে পারে। যেমন, আইনি জটিলতা থাকলেও ভারতে একই লিঙ্গে বিয়ের খবরও সামনে আসে। কিন্তু কাউকে ছাড়া নিজেকেই নিজে বিয়ে করা! এটা হয় নাকি!

আগামী ১১ই জুন , এমনই একটি বিয়ে দেখতে চলেছে ভারত— যা আগে কখনও হয়নি। ২৪ বছর বয়সী ক্ষমা বিন্দু সেদিন নিজেকেই বিয়ে করেতে চলেছেন। গুজরাতের বরোদার তরুণী নিজে জানিয়েছেন, তিনি নিজের সাথেই গাঁটছড়া বাঁধবেন। সমস্ত আচার অনুষ্ঠিত হবে। পথফেরা থেকে বিয়ের সমস্ত প্রতিশ্রুতি ,নিয়ম পালন করা হবে, শুধু বর আর বারাত আসবে না। আর বিয়ের শেষে বরকনে— না, দু’জন নয়, একজনই যাবেন হানিমুনে। সে জায়গাও আগে থেকে ঠিক হয়ে আছে। মধুচন্দ্রিমা হবে গোয়ায়।

একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ক্ষমা বলেছেন, “আমি কখনওই বিয়ে করতে চাইনি। কিন্তু বিয়ের পাত্রী হতে চেয়েছিলাম। তাই আমি এমন সিদ্ধান্ত নিয়েছি। ” ভূ-ভারতে আগে কোনওদিন এমন একক বিবাহ ঘটেছে বলে শোনা যায়নি। নিজেকে বিয়ে করার কারণ হিসেবে ক্ষমা বলেছেন, “স্ব-বিবাহ হল নিজের জন্য কমিটেড থাকা আর নিজেকে নিঃশর্ত ভালবাসা। মানুষ যাকে ভালবাসে, তাকে তো বিয়ে করে। আমি নিজেকে ভালবাসি তাই আমি আমাকে বিয়ে করেছি। এই বিয়ের মাধ্যমে আমি দেখতে চাইছি নারীরাও সমাজে গুরুত্বপূর্ণ।”
অভিনব এই বিয়ে নিয়ে ক্ষমার পরিবার কী বলছে, তা অবশ্য জানা যায়নি।