দুনিয়ার অন্যতম সেরা ক্রিকেট লিখিয়ে নেভিল কার্ডাস বলতেন, স্কোরবোর্ড একটা গাধা! কারণ, তাঁর মনে হতো, স্কোরবোর্ড কখনও  ক্রিকেটের সত্যিকারের অনুভুতিকে প্রকাশ করতে পারে না। তবুও স্কোরবোর্ড থাকে।আর নেভিল কার্ডাসকে শ্রদ্ধা করেই বলতে হয়,  ক্রিকেটের কিছু স্কোরবোর্ড বা  ক্রিকেটারদের পরিসংখ্যান আমাদের বিস্মিত করে, আনন্দিত করে।সেই রকম কিছু স্কোরবোর্ডের ছবি ও খেলোয়াড়ের পরিসংখ্যান এখানে তুলে ধরা হলো ছবির মাধ্যমে

প্রথম ছবিটি হলো দুনিয়াখ্যাত অলরাউন্ডার উইলফ্রেড রোডসের।তিনিই প্রথম ইংলিশ ক্রিকেটার যিনি  টেস্টে ১০০০ রান ও ১০০ উইকেট নিয়েছিলেন,ক্রিকেটের পরিভাষায় যাকে বলা হয়, ডাবলস । রোডসের অন্য একটি রেকর্ডও রয়েছে – টেস্ট ক্রিকেটে তিনি বয়স্কতম খেলোয়াড়(৫২বছর ১৬৫দিন ) ছিলেন ।তাঁর ফার্স্ট ক্লাস ক্রিকেটের পরিসংখ্যানের দিকে একবার তাকানো যাক। রান করেছেন ৩৯৯৬৯ আর উইকেট ৪২০৪টি ! এখানে কিন্তু পরিসংখ্যান কথা বলছে।
উপরের ছবিটি প্রবাদপ্রতিম ক্রিকেটার স্যর জ্যাক হুবসের। ইংল্যান্ডের মানুষ তাঁকে বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠ ওপেনার বলে থাকেন। যদিও আমাদের কাছে সেটা বরাবরের জন্য লিটল মাস্টার সুনীল গাভাসকার। ক্রিকেট দুনিয়া কিন্তু হুবসকে ‘দ্য মাস্টার অফ ক্রিকেট’ হিসাবেই চেনে।তাঁর পরিসংখ্যানটা দেখা যাক। শুধু ফার্স্ট ক্লাস ক্রিকেটে তাঁর সেঞ্চুরির বহরটা দেখুন, ১৯৯! ভাবা যায়! তবে একটু বিতর্ক অবশ্য রয়েছে।ক্রিকেটের বাইবেল উইজডেন জানাচ্ছে ওটা ১৯৯ নয় ১৯৭।কারণ, শেষ দু’টো ম্যাচকে উইজডেন ফার্স্ট ক্লাস হিসাবে ধরছে না।তবুও এতগুলি সেঞ্চুরি ! অনেকেই আছেন, গলি ক্রিকেটেও যাঁদের একটি সেঞ্চুরিও নেই। আর এখানে তো ১৯৯ !
উপরের ছবিটি দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিসের।বলা ভালো,সঙ্গে থাকা পরিসংখ্যানে শচীন ও জাহির খানের সঙ্গে তার তুলনার দিকটি দেখতে এই ছবি। জ্যাক কালিস একজন লো প্রোফাইল ,শান্ত ক্রিকেটের হিসেবে পরিচিত। তাকে নিয়ে হাঁকডাক খুব একটা শোনা যায় না।কিছুদিন আগে পর্যন্ত  বিশ্বের সেরা অলরাউন্ডার হিসাবে কোনো চিন্তা ছাড়াই স্যর গারফিল্ড সোবার্সের কথাই বলা হতো।কিন্তু জ্যাক কালিস কি খুব পিছিয়ে ?
উপরের স্কোরবোর্ডটি একটি ঐতিহাসিক স্কোরবোর্ড।  অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড টেস্ট দলের খেলার।লক্ষ্য করুন, ইংলিশ স্পিনবোলার জিম লেকারের বোলিং পরিসংখ্যানের দিকে। প্রথম ইনিংস এ ১৬.৪ ওভার, ৪ মেডেন, ৩৭ রান, ৯উইকেট। এরপর দ্বিতীয় ইনিংসে ৫১.২ওভার,২৩ মেডেন, ৫৩রান, ১০উইকেট।সবমিলিয়ে দুই ইনিংসে ১৯টি উইকেট! রেকর্ডটি বোধহয় অক্ষত থেকে যাবে চিরকাল।
গাভাসকার নির্দ্বিধায় ক্রিকেট ইতিহাসে সবর্কালের সেরা ওপেনার। কিন্তু গাভাসকার নিশ্চয়ই  এই রেকর্ডটি  ভুলে যেতে চাইবেন। আর একদিনের ক্রিকেটে গাভাসকারের এই রেকর্ড বোধ হয় ভাঙা সম্ভব নয়। ৬০ ওভারের খেলায় ওপেন করতে নেমে ১৭৪ বল খেলে ৩৬ রান! অবশ্য সেই ম্যাচে নট আউট ছিলেন তিনি।  দেখুন সেই স্কোর বোর্ড।
উপরের ছবিটির  রেডহাইলাইট করা জায়গাটা দেখুন। এক ওভারে রান দিয়েছে ৭৭ ! বোলার ছিলেন আর এইচ ভেন্স। উইজডেন থেকে পাওয়া এই স্কোরবোর্ডের ছবিটি বলছে, একটি ফার্স্টক্লাস ম্যাচে এটাই  একজন বোলারের দেওয়া সর্বোচ্চ রান।
উপরের স্কোরবোর্ডটি  বোধহয় যে কোনও মানুষের কাছেই  বিস্ময়। একটি ইনিংসে একজনই রান করেছেন ১৬০। অতিরিক্ত ৯।আর বাকিদের রান ০.  মোট রান ১৬৯।