দুনিয়ার অন্যতম সেরা ক্রিকেট লিখিয়ে নেভিল কার্ডাস বলতেন, স্কোরবোর্ড একটা গাধা! কারণ, তাঁর মনে হতো, স্কোরবোর্ড কখনও ক্রিকেটের সত্যিকারের অনুভুতিকে প্রকাশ করতে পারে না। তবুও স্কোরবোর্ড থাকে।আর নেভিল কার্ডাসকে শ্রদ্ধা করেই বলতে হয়, ক্রিকেটের কিছু স্কোরবোর্ড বা ক্রিকেটারদের পরিসংখ্যান আমাদের বিস্মিত করে, আনন্দিত করে।সেই রকম কিছু স্কোরবোর্ডের ছবি ও খেলোয়াড়ের পরিসংখ্যান এখানে তুলে ধরা হলো ছবির মাধ্যমে
অসিতের অভিযোগের ভিত্তিতে ঝকঝকে বাবুর বাড়িতে রেড হ’ল। বাড়িতে পাওয়া গেল অনেক মার্কসীট, অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট। সেই সঙ্গে বিভিন্ন সরকারি অফিসের রাবার স্ট্যাম্প।
হাতড়ে হাতড়ে মোবাইলটা খুঁজতে গেল অনি আর ঠিক তখনই হঠাৎ মৃত্যুর মত কনকনে ঠান্ডা কিছুর স্পর্শ পেল ওর হাত। বিদ্যুতের বেগে নিজের আঙুলগুলো সরিয়ে নিল ও। কি ওখানে?