আফগানিস্তানের তালিবান সরকারের ‘পুণ্যের প্রচার ও পাপের প্রতিরোধ মন্ত্রক’ (The Ministry for the Propagation of Virtue and the Prevention of Vice) সম্প্রতি একটি নির্দেশ জারি করেছে। তাতে বলা হয়েছে, সব সরকারি কর্মচারীদেরই দাঁড়ি রাখতে হবে ও তালিবান নির্দিষ্ট ড্রেসকোড  মেনে চলতে হবে। এই মন্ত্রকের আধিকারিকেরা সমস্ত সরকারি অফিসের প্রবেশপথে টহল দিচ্ছেন। পরীক্ষা করে দেখছেন, কর্মচারীরা দাঁড়ি রেখেছেন কিংবা ড্রেসকোড মেনে চলছেন কি না। 

একটি সংবাদ সংস্থাকে তালিবান সরকারের একটি সূত্র জানিয়েছে, মন্ত্রকের প্রচার ও পাপাচার প্রতিরোধের প্রতিনিধিরা সমস্ত সরকারি কর্মীকে দাঁড়ি না কামানো, লম্বা, ঢিলেঢালা পোশাক  এবং টুপি বা পাগড়ি সমন্বিত স্থানীয় পোশাক পরতে নির্দেশ দিয়েছে। সূত্রটি আরও জানিয়েছে, শ্রমিকদের বলা হয়েছিল, তাঁরা দাঁড়ি না রাখলে অফিসে ঢুকতে পারবেন না। আর নির্দেশ না মানলে চাকরিও থাকবে না। দক্ষিণ আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাহের সেলুনগুলিতে  দাঁড়ি কামানো বা ছেঁটে ফেলার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নাপিতদের উদ্দেশে জারি করা নোটে বলা হয়েছে, যদি কেউ নিয়ম লঙ্ঘন করেন, তাহলে শাস্তি দেওয়া হবে এবং কেউ কোনও অভিযোগ করতে পারবেন না। তবে  নির্দেশ না মানলে নাপিতদের কী শাস্তির মুখোমুখি হতে হবে— তা অবশ্য জানা যায়নি। এখানকার একটি সেলুনের মালিক শের আফজল বলেন, ‘‘এই আদেশ  আমাদের পুরো ব্যবসাকে শেষ করে দেবে। মানুষ সপ্তাহে একবার আসেন দাঁড়ি কাটাতে। কিন্তু শুধু চুল কাটাতে হলে তাঁদের দেখা মেলে ৪০-৪৫ দিন পরে।’’