ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করার সাথে সাথে বলিরেখা, ব্রণর দাগ দূর করতে জাফরানের তৈরি প্যাক নিয়মিত ব্যবহার করলে উপকার পাবেন। জেনে নিন কী ভাবে প্যক বানাবেন।

১. সামান্য জাফরান, ১/২ কাপ কাঁচা দুধ নিয়ে মিশিয়ে ২-৩ ঘণ্টা রাখুন। এই প্যাক ভাল করে মুখে লাগান। ১৫ মিনিট পর শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার ব্যবহার করুন। এটি ত্বক ভিতর থেকে উজ্জ্বল করে থাকে। জাফরানে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আছে যা ব্রণ দূর করে ত্বকের কালো দাগ দূর করে থাকে।

২. জাফরান এবং চন্দনের প্যাক বানান। ২-৩ দানা জাফরান, ১ চা চামচ চন্দনের গুঁড়া, ২ টেবিল চামচ কাঁচা দুধ মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। সপ্তাহে ২ থেকে ৩ বার ব্যবহার করুন।

৩. জাফরান এবং মধুর প্যাক লাগাতে পারেন। ১৫-২০ মিনিট পর শুকিয়ে গেলে ঠান্ডা জলে দিয়ে ধুয়ে ফেলুন।

 তারকাদের সুন্দর দাগহীন উজ্জ্বল ত্বক দেখলে নিজেরও মনে হয় আমার ত্বকটাও যদি এমন হতো? তখন এই ভেবে অনেকে মনকে সান্ত্বনা দেন যে, এসব কেবল প্লাস্টিক সার্জারি, মেকআপ কিংবা ফটোশপ করে আমাদের দেখানো হয়। তাহলে বাস্তবে কি এমন ত্বক পাওয়া অসম্ভব? না, আপনিও পেতে পারেন এমন সুন্দর দাগহীন ত্বক। দুধ ও জাফরান এমন দুটি প্রাকৃতিক উপাদান, যা ব্যবহার করে ত্বকে অসাধারণ পরিবর্তন নিয়ে আসা যায়। কী ভাবে ব্যবহার করবেন টুকরো টুকরো করে আবারও আলোচনা করছি।

যা যা লাগবে—

জাফরান এক চা চামচ ও দুধ দুই চা চামচ।

যে ভাবে ব্যবহার করবেন-

প্রথমে উপাদান দুটি ভাল করে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি পুরো মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর হালকা গরম জল ও হালকা ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন। এ ভাবে নিয়মিত ব্যবহার করুন।

দুধ ও জাফরান প্যাকের উপকারিতা

১. বয়সের ছাপ দূর করে

ত্বকের যে সব টিস্যু বয়সের ছাপ ফেলতে দায়ী, দুধ ও জাফরান সে সব মেরামত করে ত্বকের ভিতর থেকে তারুণ্য জাগিয়ে তোলে।

২. ত্বককে ময়েশ্চারাইজ করে

এই প্যাক ত্বকের শুষ্ক ভাব দূর করে কোমল ও নরম করতে সাহায্য করে।

৩. রোদে পোড়া ভাব দূর করে

জাফরান ও দুধের মিশ্রণ রোদে পোড়া ভাব দূর করে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে।

৪. ত্বককে উজ্জ্বল করে নিয়মিত ব্যবহারে আপনার ত্বক উজ্জ্বল ও রং ফর্সা হবে।