১৩ জুলাই ছিল গুরু পূর্ণিমা। পৃথিবী থেকে রাতের আকাশে বছরের সবচেয়ে বড় এবং উজ্জ্বল চাঁদকে দেখা গিয়েছে সেদিন। এই চাঁদকে ইংরেজিতে বলে সুপারমুন। কেউ কেউ ব্যাকমুনও বলে থাকেন। এটি ছিল বছরের শেষ সুপারমুন।
রইলো বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তোলা সুপারমুনের অসাধারণ কিছু ছবি।