মিলতে পারে আরো এমন ব্যাকটেরিয়া

আপনি কখনও ব্যাকটেরিয়া দেখেছেন? কেউ দেখেনি, অবশ্য স্বাভাবিক ভাবে। কারণ, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া ব্যাকটেরিয়া খালি চোখে দেখা যায় না। এই ব্যাকটেরিয়া ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না, আবার কখনও এরাই আমাদের মৃত্যুর কারণ। কিন্তু এই ব্যাকটেরিয়া যদি দানবিক হয়?  দানবিক এক ব্যাকটেরিয়ার খোঁজই এবার পাওয়া গেল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ম্যানগ্রোভ জলাভূমিতে।

আকারে দশমিক নয় সেন্টিমিটার, মানুষের চোখের পলকের মত। এর গঠনেও রয়েছে ভিন্নতা। এর রয়েছে এক নলাকার গহ্বর যা অন্য ব্যাকটেরিয়ার থাকে না।  বিজ্ঞানীরা মনে করছেন, অভিযোজনের ফলেই এই গহ্বর তৈরি আর গহ্বরটি তার অস্তিত্ব রক্ষায় সহায়তা করে। বিজ্ঞানীরা এইরকম আরও দানবিক ব্যাকটেরিয়ার উপস্থিতি উড়িয়ে দিচ্ছেন না।