বাজারে বড় কাতলা দেখলে চোখটা জ্বলজ্বল করে ওঠে যদিও পকেট সায় দেয় না। আর পুরানো দিনের সেই দশ বারো কেজির রুই কাতলা, বিগ সাইজের ভেটকি বা আড় আজ কোথায়! কিন্তু মাছ যদি হয় তিনশো কেজি? লম্বায় প্রায় তেরো ফুট!

হ্যাঁ, এই রকম বিশাল এক মাছ ধরা পড়েছে মেকং নদীতে। এবং এ যাবৎ পাওয়া সব থেকে বড় মিষ্টি জলের মাছ। নাম স্টিং রে, আমাদের শঙ্কর মাছের জাত ভাই। এই স্টিং রে সমুদ্রেও পাওয়া যায়। নামটা চেনা চেনা লাগছে? হ্যাঁ, এই স্টিং রে’র বিষেই মৃত্যু হয়েছিল বিখ্যাত অস্ট্রেলীয় পশুপ্রেমী স্টিভ আরউইনের।

কাম্বোডিয়ায় এই বিশাল আকারের মাছ ধরা পড়ার খবর মধ্যরাতে পেলেও ঘটনাস্থলে পৌঁছতে বিজ্ঞানীরা বিন্দুমাত্র দেরি করেননি। কারণ, সমুদ্রে এর থেকে বড় মাছ পাওয়া গেলেও মিষ্টি জলে এরা বিরল, তার উপরে আবার পরিযায়ী। তাই পরীক্ষা নিরীক্ষার পর ট্যাগিং ডিভাইস লাগিয়ে জলে ছেড়ে দেওয়া হয়।

চাঁদ যখন ডুবছে, তখন একে ছাড়া হল জলে আর তাই নাম দেওয়া হল বোরামি, মানে পূর্ণিমার চাঁদ। বিজ্ঞানীদের মতে, অতিরিক্ত ধরার জন্য পূর্ণ বয়সী মাছ বিরল হয়ে উঠছে, আর তাই বংশ বৃদ্ধির হার যাচ্ছে কমে। মাছেদের বিলুপ্তি ঠেকাতে হলে অবিচারে মাছ মারা বন্ধ করতে হবে।