সালটা ২০১৬। ১৩ বছরের ফুটফুটে মেয়ে সিরিশার অপারেশন চলছে। ব্রেনে টিউমার, ক্যান্সার। জটিল অপারেশন। অপারেশন চলাকালীন একজন সার্জেন একটি ভুল করে বসলেন। সেই ভুলের কারণেই মৃত্যু হল সিরিশার।
তুতো বোনের অকাল মৃত্যু গভীর ভাবে নাড়িয়ে দিয়ে গেল প্ৰভালিকা গায়ত্রী পুটলপাট্টু (Pravalika Gayatri Putalapattu)কে। বোন ছিল খুব কাছের। এ ভাবে তার চলে যাওয়াকে মেনে নিতে পারেনি প্ৰভালিকা। বারবার মনে হতে লাগল, সার্জেন যদি ভুল না করতেন…।
কী করে কমানো যায় সার্জেনের ভুল ? শুরু হল প্ৰভালিকার অনুসন্ধান। তারপর বেশ কয়েকটা বছর কেটে গিয়েছে। ২০২২-এ এসে ১৭ বছর বয়সি প্ৰভালিকা বানিয়ে ফেলেছে এমন একটি প্রোগ্রাম, যা একজন সার্জেনকে সাহায্য করবে অপারেশনের সময়ে ভুলের সম্ভবনা কমাতে।
নিশ্চয়ই কোনও বিকল্প রয়েছে… এই ভাবে কোনও একজন সার্জেন্রের ত্রুটির জন্য কারও মৃত্যু হওয়া উচিত নয়— ভেবেছিল আমেরিকার ভার্জিনিয়া সেন্টারভিলের স্কুল ছাত্রী প্ৰভালিকা। বাবা-মাকে বলেছিল “আমি এমন প্রোগ্রাম তৈরি করতে চাইছি, যা অন্যান্য পরিবারগুলিকে এই ধরনের ক্ষতির মোকাবিলা করতে সাহায্য করবে।”
প্রভালিকা এমন একটি প্রোগ্রাম তৈরির বিষয়ে গবেষণা শুরু করে যা ল্যাপরোস্কোপিক সার্জারি চলাকালীন চিকিৎসকদের সতর্ক করতে পারে। শেষপর্যন্ত সাফল্য এসেছে। কাজের স্বীকৃতি হিসেবে Regeneron Science Talent Search 2022-এ সপ্তম স্থান অধিকার করেছে প্রভালিকা। জিতেছে ৭০০০০ ডলার পুরস্কার মূল্য। সুক্ষাতিসুক্ষ অস্ত্রোপচারের জন্য রোবোটিক সার্জিক্যাল সিস্টেম, DaVinci তে একটি প্রোগ্রাম অন্তর্ভুক্ত করেছে প্রভালিকা। ল্যাপরোস্কোপিক সার্জিক্যাল মেশিনে যা কাজ করবে৷ প্রভালিকা যে প্রোগ্রামটি তৈরি করেছে, তা এখন ল্যাপরোস্কোপিক গলব্লাডার সার্জারিতে কাজে লাগছে। এই ধরনের অপারেশনের প্রচুর ভিডিও দেখতে পাওয়া যায়। সেগুলিকে সামনে রেখেই প্রোগ্রামটি তৈরি করেছে প্রভালিকা। তার কথায়, “সার্জারির এই ভিডিওগুলি আমার দেখার দরকার ছিল। কারণ, আপারেশনের প্রক্রিয়া প্রতিটি ফ্রেমে ভাগ করা ছিল। আমি বুঝতে পারছিলাম, কোন্ ফ্রেমে কী কাজ হবে। তাই প্রোগ্রামটি করতে সুবিধা হয়েছিল।’’ প্ৰভালিকার আশা, তার প্রোগ্রাম ধীরে ধীরে অন্যান্য ল্যাপরোস্কোপিক অপারেশনের জন্যও কাজ করবে।
নিজের তৈরি প্রোগ্রাম নিয়ে প্রভালিকা বলেছে, ” আমার তৈরি প্রোগ্রাম ইতিমধ্যেই অপারেশনের প্রতিটি ফ্রেমে ব্যবহৃত যন্ত্রাংশ আইডেন্টিফাই করতে পারছে। ফলে আশা করছি, ‘দ্য ভিঞ্চি’ মেশিনের অন্যান্য পদ্ধতিতেও কাজ করতে পারবো।”
প্রভালিকার প্রোগ্রামের সাফল্যের হার ৯৩.৫ শতাংশ। তবে প্রোগ্রামের প্রয়োগে কিছুটা জটিলতাও রয়েছে। কারণ, একজন সার্জেন অপারেশন করার আগে কী ভাবে জানবেন, কোথাও ভুল হল কি না? তাই সার্জেনরা কী ভাবে প্রোগ্রামের সাথে যোগসূত্র স্থাপন করবেন, সেটি এই প্রোগ্রামের কঠিন দিকগুলির মধ্যে একটি।
বালিহাঁস টিমকে অনেক শুভেচ্ছা। ভাল স্টোরি। স্মার্ট সাইট ডিজাইন, ইউজার ফ্রেন্ডলি। যাত্রারম্ভেই প্রত্যাশার সুর উঁচু তারে বেঁধে দিল। সর্বাঙ্গীন শ্রীবৃদ্ধি কামনা করি।
ধন্যবাদ