পাকিস্তানে মহিলাদের পরিস্থিতি নিয়ে বিশ্বের বহু মানুষের মনে প্রশ্ন রয়েছে। তবে এই প্রশ্নের মধ্যেই সে দেশের নবগঠিত শাহবাজ শরিফের মন্ত্রিসভায়  গুরুত্বপূর্ণ ভূমিকায় উঠে এসেছেন বেশ কয়েকজন মহিলা। এর আগে ইমরান খানের মন্ত্রিসভায় মহিলারা একেবারে গুরুত্ব পাননি। পাকিস্তানের নতুন মন্ত্রিসভা কিন্তু পুরো বিষয়টিতে বদল এনেছে। নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মন্ত্রিসভার পাঁচজন মহিলাকে অন্তর্ভুক্ত করেছেন। এর মধ্যে বিশেষ ভাবে উল্লেখযোগ্য বিদেশ রাষ্ট্রমন্ত্রী পদে পাকিস্তান পিপলস পার্টির (PPP) নেত্রী হিনা রব্বানী খারের উপস্থিতি।

হিনা রব্বানী খার
শেরি রহমান

পাকিস্তানের বিদেশমন্ত্রী কে হবেন, তা নিয়ে ভারতে যথেষ্ঠ কৌতূহল রয়েছে। জল্পনা ছিল, PPP-চেয়ারপার্সন বিলওয়াল ভুট্টো জারদারিকে বিদেশমন্ত্রী করা হচ্ছে।  কিন্তু শেষপর্যন্ত বিলওয়ালের নাম মন্ত্রীদের তালিকায় র্রাখা হয়নি। অনেকে বলছেন, শাহবাজের নেতৃত্বে বিলওয়ালের কাজ করা নিয়ে সংশয় রয়েছে, তাই তাঁকে মন্ত্রিসভায় রাখা হয়নি। তাৎপর্যপূর্ণ ভাবে এখনও পর্যন্ত বিদেশ মন্ত্রকে কোনো পূর্ণমন্ত্রীর   নাম এখনো ঘোষণা করা হয়নি। শুধু রব্বানীর নাম ঘোষণা করা হয়েছে।

সাজিয়া মারি
আইশা গাউস পাশা
মরিয়ম ঔরঙ্গজেব

আমেরিকায় পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রদূত শেরি রহমানকে জলবায়ু পরিবর্তন মন্ত্রকের দায়িত্ত্বে আনা হয়েছে। পাকিস্তান মুসলিম লীগের নেত্রী মরিয়ম ঔরঙ্গজেব হয়েছেন নতুন তথ্যমন্ত্রী। এছাড়া, PPP-র নেত্রী সাজিয়া মেরি ও পাকিস্তান মুসলিম লীগের আয়েশা পাশা যথাক্রমে বেনজির ইনকাম সাপোর্ট প্রোগ্রাম এবং অর্থ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হয়েছেন। পাকিস্তানের মন্ত্রিসভায় বিভিন্ন গুরত্বপূর্ণ মন্ত্রকে মহিলাদের উপস্থিতি নিঃসন্দেশে একটি উল্লেখযোগ্য ঘটনা।