(হাইওয়েতে দুর্ঘটনা আটকাতে অভিনব উদ্যোগ পুলিশের। রাস্তাতে হেলমেট-বিহীন বাইক আরোহীদের রীতিমতো ধমক দিলেন যমদূত। স্কুলছাত্রীরা হাতে ধরিয়ে দিল গোলাপ ফুল। লিখেছেন সীমা চক্রবর্তী।)
আমডাঙার সন্তোষপুর… ভিড়ে ঠাসা ৩৪ নম্বর জাতীয় সড়ক প্রতিদিনের মতো ব্যস্ত। দু’দিক দিয়ে লাগাতার চলেছে দূরপাল্লার বাস আর ট্রাক। গন্তব্যে পৌঁছতে ব্যস্ততা বাইক আরোহীদেরও। এখানে বাইকে উঠে হেলমেট পরার রেওয়াজ নেই বললেই চলে। শনিবার এই সন্তোষপুর মোড় সাক্ষী রইল অভিনব এক দৃশ্যের। হেলমেট-বিহীন বাইক চালকের সামনে এসে আচমকাই দাঁড়িয়ে পড়লেন সাক্ষাৎ যমদূত!
বিকট চেহারা, বিচিত্র পোশাক, বাজখাঁই গলা, হাতে মস্ত গদা! হেলমেট-বিহীন বাইক আরোহীকে দেখতে পেলেই ‘পেয়ে গেছি, পেয়ে গেছি’ বলে তার কী উচ্ছাস! গোবেচারা মুখে বাইক চালকেরা দাঁড়িয়ে পড়ছে রাস্তায়। ওমনি পাশ থেকে ছুটে আসছে ইউনিফর্ম পরা একদল স্কুলছাত্রী। তাদের হাতে গোলাপ ফুল, ট্রাফিক আইন লঙ্ঘন করায় যমদুতের নিদান মেনে দেওয়া হচ্ছে লজ্জার সংবর্ধনা!
শনিবার এমনই অদ্ভুত ঘটনার সাক্ষী রইল স্থানীয় মানুষজন। হেলমেট-বিহীন বাইক আরোহী পেলেই যমদূতের শাসন চলেছে— ‘‘ব্যাটা তোদের ভুলে তো আমাদের খাওয়া-ঘুম বন্ধ হওয়ার জোগাড়! হেলমেট ছাড়া কেন বাড়ি থেকে বেরিয়েছো! ভেবেছিস অ্যাক্সিডেন্ট হলে কী হবে?’’ রীতিমতো বজ্র গম্ভীর কণ্ঠে ধমক দিতে থাকলেন যমদূত। বাইক আরোহীরা তটস্থ। ঘটনাটা কী হল, ঠিক বুঝে উঠতে পারছেন না তারা। ভাবছেন, হেলমেট না পরলে তো ফাইন করতে ছুটে আসে পুলিশ। এ আবার কী গেরো!
বাইক আরোহীদের আরও অবাক করে দিতে এবার চারদিক থেকে ছুটে আসে বেশ কিছু স্কুলছাত্রী। হেলমেট বিহীন বাইক চালকদের হাতে তুলে দেওয়া হয় লজ্জার সম্বর্ধনা, গোলাপ ফুল। ততক্ষণে ডেকে নিয়ে আসা হয়েছে পুলিশ অফিসারদের। এত কাণ্ডের পর যমদূতের সামনে দাঁড়ানো বাইক আরোহীদের মাথায় উঠেছে হেলমেট। যাদের কাছে হেলমেট ছিল না, তাদের মাথায় উঠেছে পুলিশের দেওয়া হেলমেট।
‘পথ নিরাপত্তা সপ্তাহ’ উপলক্ষে আমডাঙা থানা এবং আমডাঙা ট্রাফিক পুলিশের উদ্যোগে সন্তোষপুরে চলছিল পুলিশের এই অভিনব কর্মসূচি। রাস্তায় হেলমেট-বিহীন বাইক চালকদের ধরে ধরে রীতিমতো বকাঝকা করেছেন যমদূত। সেখানে উপস্থিত ছিলেন আইসি আমডাঙা অঞ্জন কুমার দত্ত, এসডিপিও (হাবরা) রোহেদ শেখ, ডিএসপি ট্রাফিক (বারাসত) নীহার রায়। সূত্রের খবর, আমডাঙার কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে জমি জট এখনও কাটেনি বলেই সংকীর্ণ জাতীয় সড়ক। প্রতিদিনই নাকা চেকিং চলে আমডাঙা কাচিয়ারা মোড়ের কাছে। আলাদা ভাবেও নাকা চেকিং করে আমডাঙা থানার পুলিশ। কিন্তু দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না। আর এত কিছুর পরেও হেলমেট পরতে অনীহা বাইক চালকদের। তাই শেষপর্যন্ত ডাক পড়েছে যমদূতের। তার হুঙ্কারে যদি কিছুটা শিক্ষা হয়!
যমদূতের এই ধমক কতদিন মনে রাখবেন বাইক আরোহীরা, এখন সেটাই দেখার।