শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ধরনের আন্দোলনের সাক্ষী পশ্চিমবঙ্গ। রয়েছে ভিন্ন ভিন্ন সংগঠনও। সেগুলি সময়ে সময়ে তাদের অস্তিস্ব জানান দিয়ে যায়। কিন্তু আজ, শনিবার থেকে কলকাতায় এমন একটি সংগঠনের সম্মেলন শুরু হয়েছে, যা অভিনব। এই প্রথমবার রাজ্যের অন্তত ২২টি জেলা থেকে এসে দৃষ্টিহীন শিক্ষক-শিক্ষিকারা সম্মিলিত ভাবে তাঁদের দাবিদাওয়া তুলে ধরছেন। যুবভারতী ক্রীড়াঙ্গনের ইউথ হোস্টেলে দু’দিনের সম্মেলন শনিবার থেকে শুরু হয়েছে। দৃষ্টিহীন শিক্ষকদের একমাত্র সংগঠন, অল বেঙ্গল ব্লাইড টিচার্স অ্যাসোসিয়েশন তাদের প্রথম রাজ্য সম্মেলনে বিভিন্ন দাবির পাশাপাশি শিক্ষা নিয়ে তাঁদের চিন্তাভাবনার কথাও তুলে ধরতে চাইছে। সম্মেলনে অন্যান্য শিক্ষক সংগঠন ও শিক্ষাক্ষেত্রের আধিকারিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।


দৃষ্টিহীন শিক্ষকদের এই সংগঠনে রয়েছেন প্রাথমিক থেকে শুরু করে কলেজ-বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত শিক্ষক-শিক্ষিকারা। সংগঠনের সভাপতি হেমন্ত ব্যানার্জী জানিয়েছেন, অধিকার অর্জনের লক্ষ্যেই এই ধরনের সম্মেলনের পরিকল্পনা করেছেন তাঁরা।


অল বেঙ্গল ব্লাইড টিচার্স অ্যাসোসিয়েশনের সদস্য, কলকাতার একটি কলেজের এক অধ্যাপক জানিয়েছেন, লকডাউনের সময়ে দৃষ্টিহীন শিক্ষকেরা সামাজিক মাধ্যমকে ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ বাড়িয়েছেন। এভাবেই সংগঠিত হয়েছেন তাঁরা। করোনার সময়ে দৃষ্টিহীন মানুষদের কাছে ত্রাণও পৌঁছে দিয়েছে এই সংগঠন। এখন তাঁরা প্রশাসনের কাছে নিজেদের ভাবনাচিন্তা, দাবিদাওয়াগুলি পৌঁছে দিতে চান। সংগঠনের সম্পাদক গৌতম মাঝি জানিয়েছেন, দৃষ্টিহীন শিক্ষক-শিক্ষিকাদের এই সংগঠন কোনও একটি বিশেষ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কাজ করবে না।