মনে করুন, বন্ধুকে সঙ্গে নিয়ে স্কুটারে চেপে আশপাশের কোথাও বেরিয়েছেন। দু’জনের মাথাতেই হেলমেট। নিশ্চিন্ত মনে ভাবছেন, দুর্ঘটনা ঘটার প্রশ্নই নেই। আর পুলিশের পথ আটকানো? ব্যাপারই নেই। হেলমেট পরা তো আছেই।

তবে আপনার সফর যদি গোয়ার রাস্তায় হয়, তাহলে অতটা নিশ্চিন্ত হলে চলবে না। কারণ, রাস্তার পাশে গাছের আড়াল থেকে আপনাদের স্কুটারের সামনে এসে দাঁড়াতে পারেন যে কোনও পুলিশ কনস্টেবল। গাড়ি থেকে নামিয়ে হেলমেট খুলিয়ে চেক করতে পারেন তিনি। আপনার হেলমেটটিতে আইএসআই-এর চিহ্ন রয়েছে তো?

আর হেলমেটে আইএসআই ছাপ না থাকলে  দিতে হবে জরিমানা।

কারণ, গোয়ার পুলিশ সুপার (ট্রাফিক) শেখর প্রভুদেসাই, এই সপ্তাহে জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলেছেন, দু’চাকার চালকদের নন-আইএসআই হেলমেট ব্যবহারের উপর নিষেধাজ্ঞা কঠোর ভাবে প্রয়োগ করা হবে।  আইএসআই সার্টিফিকেশন ছাড়া হেলমেট পরলে তা হেলমেট ছাড়া বাইক চালানো হিসাবে বিবেচিত হবে। গোয়া পুলিশ সেজন্য জরিমানা আদায় করবে।’’ ওই নির্দেশে আরও বলা হয়েছে, “যদি কোনও দ্বি-চাকার চালককে নন-আইএসআই হেলমেট ব্যবহার করতে দেখা যায়, তবে এটি হেলমেট ছাড়া রাইডিং হিসাবেই গণ্য  হবে।” পুলিশ সুপার বলেছেন, কোনও দুর্ঘটনা ঘটলে সাব-স্ট্যান্ডার্ড হেলমেট  পর্যাপ্ত সুরক্ষা দেয় না।

তবে কলকাতায় এই ধরনের কড়াকড়ি আগে থেকেই চালু রয়েছে বলে জানিয়েছেন গড়িয়া বাজারের ‘হেলমেট পয়েন্ট’-এর কর্ণধার শান্তনু সরকার। তাঁর কথায়, ‘‘আইএসআই মার্ক ছাড়া নিম্নমানের কোনও হেলমেট আমরা বিক্রি করি না। যিনি বাইক চালাবেন কিংবা পিছনে বসবেন, দু’জনের হেলমেটেই আইএসআই মার্ক থাকতে হবে। কলকাতায় এই ব্যবস্থা অনেক আগে থেকেই চালু রয়েছে।’’