চোখধাঁধানো স্টেডিয়াম, চরম উত্তেজনার হাতছানি। তবু ২০২২ সালের নভেম্বরে হতে যাওয়া কাতার  ফুটবল বিশ্বকাপ বয়কটের ডাক দিয়েছেন ফ্রান্সের কিংবদন্তী ফুটবলার এরিক ক্যান্টোনা।

কিন্তু কেন?

OTB SPORTS কে দেওয়া এক সাক্ষাৎকারে  ম্যানচেস্টার ইউনাইটেডের এই প্রাক্তন ফুটবলার বড়সড় অভিযোগ এনেছেন। তাঁর দাবি, কাতার ফুটবলের দেশ নয়। ফুটবলের প্রচার-প্রসারের জন্যও সেখানে বিশ্বকাপের আয়োজন হচ্ছে না। বরং তা হচ্ছে কিছু মানুষের পয়সা কামানোর জন্য। কাতারে  বিশ্বকাপ করা নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল। অভিযোগ উঠেছিল, সে দেশের প্রতিনিধিরা বিশ্বকাপ আয়োজনের স্বত্ত্ব পেতে ফিফার নানা দেশের প্রতিনিধিদের প্রচুর উপঢৌকন (Gifts) দিয়েছেন। আমেরিকার বিচার বিভাগ গত বছর নিশ্চিত করেছে, ২০১৮ সালে রাশিয়ার মতোই এ বার কাতারে টুর্নামেন্টের আয়োজন করার জন্য ফিফা কর্মকর্তাদের প্রচুর পরিমাণে ঘুষ দেওয়া হয়েছিল। 

বয়কটের ডাক কিংবদন্তী ফুটবলারের

এরই মধ্যে আরও একটি বিতর্ক গোটা দুনিয়াকে নাড়িয়ে দিয়েছে। ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, কাতার যখন থেকে (২০১১) বিশ্বকাপ ফুটবলের আয়োজন করার অনুমতি পেয়েছে, তখন থেকে আজ পর্যন্ত প্রায় ৬৭০০ পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে ওই  দেশে। এঁরা মূলত এসেছিলেন ভারত,পাকিস্তান , বাংলাদেশ ও শ্রীলঙ্কা থেকে। ভারত ,বাংলাদেশ ও শ্রীলঙ্কা থেকে যে তথ্য পাওয়া গিয়েছে, তাতে দেখা যাচ্ছে, ২০১১ থেকে ২০২০-র মধ্যে ৫৯২৭ জনের মৃত্যু হয়েছে। শুধু পাকিস্তানেরই  ৮২৪ জন প্রাণ হারিয়েছেন । যে হিসাব ধরা নেই, তা হল, আরও অনেক দেশ থেকে যে পরিযায়ী শ্রমিকেরা কাতারে গিয়েছিলেন, তাঁদের কথা। 

১০ বছর আগে  কাতার একটি অভূতপূর্ব কনস্ট্রাকশন  প্রোগ্রাম শুরু করেছিল।  সেটা মূলত ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের জন্য। কাতারে সাতটি নতুন স্টেডিয়াম ছাড়াও একটি বিমানবন্দর, রাস্তা, পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম, হোটেল-সহ কয়েক ডজন বড় প্রকল্প তৈরি হয়েছে বা শেষ মুহূর্তের কাজ চলছে। একটি গোটা শহর বানানো হয়েছে  যেখানে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। এই কারণেই কাতার প্রচুর শ্রমিক নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে। কাতারে এই কয়েক বছরে এত জন শ্রমিকের মৃত্যুর কারণ কী ?  বলা হচ্ছে, এর পিছনে রয়েছে সে দেশের অত্যধিক গরম। শ্রমিকদের বাধ্য করা হয়েছে অসহ্য গরমের দুপুরে কাজ করতে। তার ফলেই মৃত্যু হয়েছে বেশির ভাগ শ্রমিকের। ফেয়ার স্কোয়ার উপসাগরীয় অঞ্চলে শ্রম অধিকারের বিষয়ে বিশেষজ্ঞ  নিক ম্যাকগিহান বলেছেন, ‘‘২০১১ সাল থেকে এত পরিযায়ী শ্রমিকের মৃত্যুর একমাত্র কারণ কাতার বিশ্বকাপ।’’