প্রশ্ন- কবে শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ ফুটবল ?

জবাব- টুর্নামেন্টটি ২১ নভেম্বর ২০২২ থেকে শুরু হবে। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ১৮ ডিসেম্বরে।  ওই দিনটি কাতারের জাতীয় দিবস। 

প্রশ্ন- এ পর্যন্ত কাতার ২০২২-এর জন্য কতগুলি দল যোগ্যতা অর্জন করেছে?

জবাব- কাতার-সহ ১৫টি দল বিশ্বকাপ ২০২২-এ খেলার যোগ্যতা অর্জন করেছে।

প্রশ্ন- মূল পর্বের গ্রুপ বিন্যাস কবে হবে ?

জবাব- মূল রাউন্ডের জন্য ড্র ১ এপ্রিল, ২০২২-এ কাতারের রাজধানী দোহাতে অনুষ্ঠিত হবে। মোট ৩২টি দেশ, যারা যোগ্যতা অর্জন করবে, তাদের আটটি গ্রুপে রাখা হবে। 

প্রশ্ন- ক’টি স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে ? তার মধ্যে ক’টি স্টেডিয়াম সম্পূর্ণ ভাবে তৈরি ?

জবাব- বিশ্বকাপ খেলা হবে আটটি স্টেডিয়ামে। কাতার সরকার ইতিমধ্যেই ছ’টি স্টেডিয়ামের উদ্বোধন করেছে। দু’টি স্টেডিয়ামের উদ্বোধন এখনও হয় নি। এর একটি  লুসাইল স্টেডিয়াম। এই স্টেডিয়ামেই  বিশ্বকাপের ফাইনাল খেলা হবে। 

প্রশ্ন- ২০১০ সালে কাতার, বিশ্বকাপ ফুটবল আয়োজনের সুযোগ পাবার পর থেকে কি কি অভিযোগ সামনে এসেছে ?

জবাব- কাতার ২০২২ সালের বিশ্বকাপ সংগঠনের দায়িত্ব পাবার পর থেকে বেশ কিছু অভিযোগ সামনে এসেছে। অভিযোগ উঠেছে, কাতার ঘুষ দিয়ে ও ব্যাপক দুর্নীতির মাধ্যমে এই অধিকার পেয়েছে। তা ছাড়া, যে কোনও ফুটবল বিশ্বকাপের খেলা সাধারণ ভাবে জুলাই মাসে হয়ে থাকে। কিন্তু কাতারের প্রচন্ড গরমের কারণে টুর্নামেন্টটি নভেম্বর অর্থাৎ শীতকালে নিয়ে যাওয়া হয়েছে। এই কারণে অন্যান্য আন্তর্জাতিক টুর্নামেন্টগুলির সময়সূচিতে বদল করা হয়েছে। সম্প্রতি, কাতারে ফুটবলপ্রেমীদের থাকার জন্য হোটেলের অভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ ছাড়া, কাতার আয়োজক দেশ হওয়ার পর থেকেই সেখানে পরিযায়ী  শ্রমিকদের প্রতি অমানবিক আচরণ বিশ্বজুড়ে সমালোচনার জায়গা তৈরি করেছে। 

প্রশ্ন- কোনও দল কি টুর্নামেন্ট বয়কট করবে?

জবাব- এই বছরের শুরুতে নেদারল্যান্ডস, নরওয়ে, ডেনমার্ক ও জার্মানির ফুটবল দল পরিযায়ী শ্রমিকদের প্রতি কাতারের আচরণের নিন্দা করে মাঠে বিক্ষোভ দেখিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও দেশ বিশ্বকাপ বয়কটের কথা বলেনি। 

প্রশ্ন- বর্তমানে কাতারে করোনাভাইরাস পরিস্থিতি কী?

জবাব- মহামারী শুরু হওয়ার পর থেকে কাতারে  ২৪০,০০০-এরও বেশি লোক করোনা আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬১১ জনের। তবে, কঠোর স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা, ভ্যাকসিন ও করোনার ব্যাপক পরীক্ষা পরিস্থিতিকে অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সাহায্য করেছে। বর্তমানে কোভিডে আক্রান্তের সংখ্যা দৈনিক গড়ে দেড়শোও নীচে। 

প্রশ্ন- কাতার ২০২২-এ যোগ দিতে দর্শকদেরও  কি করোনার টিকা নেওয়া বাধ্যতামূলক?

জবাব- হ্যাঁ, শুধুমাত্র সম্পূর্ণ টিকাপ্রাপ্ত ব্যক্তিদেরই বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দেবে কাতার সরকার।

প্রশ্ন- বিশ্বকাপের সময়ে আবহাওয়া কেমন থাকবে?

জবাব- নভেম্বর-ডিসেম্বরে কাতারে গড় তাপমাত্রা থাকে ১৫ থেকে ২৪ ডিগ্রি সেন্টিগ্রড। 

প্রশ্ন- অ্যালকোহল পাওয়া যাবে?

জবাব-পাওয়া যাবে। তবে সেটা একটি নির্দিষ্ট ফ্যান জোনে। তবে কী ভাবে সেটা এখনও জানা যায়নি।