ভারতীয় মুদ্রায় দামটা নেহাত কম নয়। ১০ কোটি ৭৫ লক্ষ ৭২ হাজার টাকা। কিসের দাম বলুন তো? জমি-বাড়ি ভাববেন না। এটা নেহাতই এক বোতল হুইস্কির দাম !
‘‘দ্য ইন্ট্রিপিড’’। একটি হুইস্কির বোতল। সাধারণ নয়, এটাই পৃথিবীর সবচেয়ে বড় হুইস্কির বোতল।
লম্বায় ৫ ফুট ১১ ইঞ্চি। আপনার মাথা ছাড়িয়ে যাওয়া বোতলটিকে হাঁ করে দেখতে হবে। গত বছরের সেপ্টেম্বর মাসেই গিনেস বুকে নাম তুলে ফেলেছে এটি। বোতলটিতে ভরা রয়েছে ৩১১ লিটার হুইস্কি। বলা হচ্ছে, এই একটি বোতলই নাকি ৪৪৪টি স্ট্যান্ডার্ড হুইস্কির বোতলের সমান!
আজ থেকে ৩২ বছর আগে, ১৯৮৯ সালে স্কটল্যান্ডের বিখ্যাত মদ তৈরির কোম্পানি, ম্যাকালান এই হুইস্কি তৈরি করেছিল। তিন দশক ধরে সংরক্ষণের পর ২০২১ সালে সেটি এই বোতলে বন্দি হয়েছে। বোতলের ভিতর থেকেই স্পষ্ট হুইস্কির হাল্কা সোনালি আভা। ফলে বিক্রি তো হবেই। স্কটল্যান্ডের লিয়ন অ্যান্ড টার্নবুল নামে একটি নিলাম সংস্থা দুনিয়ার সবচেয়ে বড় হুইস্কির বোতলটিকে নিলামে উঠিয়েছিল। দাম উঠেছে ভারতীয় মুদ্রায় ১০ কোটি ৭৫ লক্ষ ৭২ হাজার টাকা। গত ২৫ মে এটি বিক্রি হয়ে গিয়েছে।
লিয়ন অ্যান্ড টার্নবুলের ব্যবস্থাপনা পরিচালক গ্যাভিন স্ট্র্যাং বলেছেন, “দ্য ইন্ট্রিপিড গোটা দুনিয়ার আগ্রহকে আকর্ষণ করেছে। এটি একটি অবিশ্বাস্য, উত্তেজনাপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। নিলামের সাফল্যে আমরা বিশেষ ভাবে আনন্দিত।’’
তবে এত সব কিছুর পরেও কিন্তু ‘‘দ্য ইন্ট্রিপিড’’ দুনিয়ায় সবচেয়ে দামি হুইস্কির বোতল হয়ে উঠতে পারেনি। ২০১৮ সালে বিক্রি হওয়া ৬০ বছরের পুরনো হুইস্কি, ম্যাকালন-এর রের্কড ছুঁতে পারেনি ৫ ফুট ১১ ইঞ্চির বোতলটি। ম্যাকালন বিক্রি হয়েছিল ১.৫৩ মিলিয়ন ডলারে।
[…] […]
[…] […]