উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে নিয়ে গল্পের শেষ নেই। তাঁর সম্পর্কে মাঝেমধ্যেই নানা রকমের খবর পাওয়া যায়। বেশ কিছুদিন আগেই তো খবর হল— বাবার মৃত্যুবার্ষিকীর জন্য এগারোদিন ধরে দেশবাসীকে হাসতে বারণ করেছেন তিনি। এবার উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার নজর নাকি ফ্যাশন দুনিয়ায়। রেডিও ফ্রি এশিয়া-র (Radio Free Asia) একটি খবরের সূত্র অনুসারে, উত্তর কোরিয়ায় নিষিদ্ধ হতে চলেছে টাইট ছেঁড়াফাটা জিন্স, রং করা চুল , নানা পশ্চিমী সিনেমা। এমনকি, শোনা যাচ্ছে মেয়েদের কোমর পর্যন্ত লম্বা চুলের উপরেও নাকি নিষেধাজ্ঞা জারি হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, যে কোনওরকম পশ্চিমি ফ্যাশন থেকে দূরে থাকতে হবে দেশবাসীকে।
রেডিও ফ্রি এশিয়া-র খবর অনুসারে, উত্তর কোরিয়ার সোশ্যালিস্ট প্যাট্রিয়ট ইয়ুথ লীগ, মহিলাদের সাজগোজের পুরো বিষয়টি দেখভাল করছে। তারা শহরগুলিতে টহল দিচ্ছে। নজরদারিতে থাকছে ২০ থেকে ৩০ বছর বয়সি মহিলারা।

সরকার কর্তৃক নির্দেশিত হেয়ার স্টাইল।

বিবিসির একটি প্ৰতিবেদন অনুসারে, কিম বিদেশী স্টাইলকে ‘বিপজ্জনক বিষ’ বলে নিন্দা করার পরে উত্তর কোরিয়ায় প্রথম স্কিন টাইট জিন্স, ছেঁড়াফাটা জিন্স বা কার্ভ হ্যাঙ্গিং জিন্স, লম্বা চুলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়। কিম আরো বলেছেন K-Pop গানের গ্রুপগুলি যেমন BTS, Blackpink, Exo ইত্যাদি দলগুলিকে হলো ‘ক্যানসার’।

তারপর থেকে ইয়ুথ লীগ পশ্চিমি ফ্যাশনে সজ্জিত কাউকে দেখলেই পার্টি অফিসে তুলে নিয়ে আসছে। সেখানে তাঁদের বসিয়ে রাখা হচ্ছে এবং দাসখত দিতে হচ্ছে যে তাঁরা পশ্চিমি পোশাক পরে বা পশ্চিমি স্টাইল করে ভুল করেছে। এই সব লোকদের ছাড়াতে হলে বাড়ির লোকেদের ঢিলেঢালা পোশাক নিয়ে আসতে হচ্ছে। তারপর পোশাক পরিবর্তন করিয়ে পশ্চিমি ফ্যাশনপ্রেমীদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে হচ্ছে। এই বাহিনী বাড়ি বাড়ি গিয়ে সার্চ করছে পশ্চিমী গানের অ্যালবাম আছে কিনা।