আমাদের দেশে অনেক মানুষেরই ফর্সা ত্বকের প্রতি আকর্ষণ থাকে। 

ত্বক পরিষ্কার ও ঝকঝকে করার জন্য আমরা কত কিছুই না করে থাকি। কিন্তু অনেক সময়েই বুঝতে পারি না শরীর কিংবা মুখের ত্বককে উজ্জ্বল করতে ঠিক কী করা উচিত। শরীরের ত্বকের জন্য যা প্রয়োজনীয় মুখের জন্য তা একেবারেই প্রয়োজনীয় না-ও হতে পারে। তাই চটজলদি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন কয়েকটি ফেসপ্যাক। এতে ত্বক হবে ফর্সা, উজ্জ্বল। আর কারও গায়ের রং যদি কালো হয়, তিনি এই সব প্যাক ব্যবহার করে ত্বককে পরিষ্কার ও উজ্জ্বল করতে পারেন।

ফেসপ্যাক তৈরি করতে প্রথমেই লাগবে খোসা না ছাড়ানো মুগডাল। মানে যে ডাল দিয়ে আমরা তড়কা বানিয়ে থাকি। ডাল আগের দিন রাতে ভিজিয়ে রাখতে হবে। তারপর রোদে ভাল করে শুকিয়ে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে রাখুন। প্রতিদিন স্নান করতে যাওয়ার আগে এ ভাবে প্যাক বানাতে পারেন—

 এক, ২ টেবিল চামচ গুঁড়ো করা উপাদান

 দুই, এর সঙ্গে এক টেবিল চামচ চন্দন

 তিন, এক টেবিল চামচ গোলাপের শুকনো পাপড়ির গুঁড়ো 

চার– টেবিল চামচ মসুর ডাল গুঁড়ো 

প্রতিটি উপাদানকে ভাল করে কাঁচা দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটি মুখে লাগিয়ে অন্তত ২০ থেকে ২৫ মিনিট রেখে দিতে হবে। হাতে সামান্য জল নিয়ে এই মিশ্রণের উপরে ভাল করে ঘষে যেতে হবে। অবশ্যই উপরের দিকে ঘষতে হবে। না হলে কিন্তু চামড়া ঝুলে যেতে পারে। আর যাঁদের ত্বক অতিরিক্ত শুষ্ক, তাঁরা হাতে সামান্য নারকেল তেল নিয়ে ধীরে ধীরে ফেসপ্যাকটি তুলে ফেলবেন। তারপরে স্নানের সময় পরিষ্কার জল দিয়ে কয়েকবার ধুয়ে ফেললেই আপনার ত্বক একেবারে সুন্দর পরিষ্কার আর ঝকঝকে হয়ে যাবে।