রোজ এক গ্লাস ওয়াইন আর চকোলেট— এটাই নাকি পৃথিবীর সবচেয়ে প্রবীণ মানুষ, ফরাসি সন্ন্যাসিনী, সিস্টার আন্দ্রের দীর্ঘজীবনের রহস্য!

এই মুহূর্তে দুনিয়ার সবচেয়ে বয়স্ক মানুষ সিস্টার আন্দ্রে। আজকের দিনে তাঁর বয়স— ১১৮ বছর ৭৭ দিন। গত সোমবারই দুনিয়ার সবচেয়ে বয়স্ক মানুষ হিসাবে গিনেস বুক অব ওয়ার্লড রেকর্ড (GWR)সে নাম উঠেছে তাঁর। এক বছর আগে, আন্দ্রে যখন ১১৭, তখন থেকেই ইউরোপের সবচেয়ে প্রবীণ মানুষ হওয়ার রেকর্ড ছিল তাঁর হাতে। এরপর জাপানি মহিলা কেন তানাকার মৃত্যুর পরে, আন্দ্রে দুনিয়ার সবচেয়ে বয়স্ক ব্যক্তির শিরোপা পেয়ে যান। গিনেস বুকের ওয়েবসাইট জানাচ্ছে, ১৯০৪ সালের ১১ ফেব্রুয়ারি জন্ম হয়েছিল সিস্টার আন্দ্রের। প্রথম জীবনে তাঁর নাম ছিল লুসিল রানডন। কর্মজীবনের শুরুতে গভর্নেস হিসাবে শিশুদের দেখাশোনা করতেন। ১৯৪৪ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে সন্ন্যাসিনীর জীবন বেছে নেন আন্দ্রে।

সিস্টার আন্দ্রে, লুসিল রান্ডন , ফ্রান্সের তুঁলোতে তার ১১৬তম জন্মদিন উদযাপন করছেন

পার করেছেন প্রথম বিশ্বযুদ্ধ, ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু। তারপর ২০২১-এ করোনা মহামারী। সিস্টার আন্দ্রে দুনিয়ার সবচেয়ে প্রবীণ মানুষ, যিনি করোনাজয়ী হয়েছেন। গত বছর অর্থাৎ ২০২১ সালে করোনা হয়েছিল তাঁর।  সেই সময়ে ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকাকে আন্দ্রে বলেছিলেন, ‘‘করোনা হয়েছিল যে বুঝতেই পারিনি!’’১২ বছর ধরে, সিস্টার আন্দ্রে, দক্ষিণ ফ্রান্সের বন্দর শহর তুঁলোর একটি নার্সিং হোমে বসবাস করছেন। গতবছর করোনা যখন সর্বোচ্চ শিখরে, তখনও সেখানেই ছিলেন তিনি।

দুনিয়ায় সবচেয়ে বেশি বছর বেঁচে থাকার রেকর্ড করে গিয়েছেন জিন লুইস ক্যালমেন্ট নামে একজন ফরাসি মহিলা। তিনি বেঁচে ছিলেন ১২২ বছর ১৬৪ দিন। সেটাই সর্বকালের রেকর্ড। অবাক করা ব্যাপার হল, ক্যালমেন্টও রোজ বসতেন ওয়াইনের গ্লাস হাতে। আর চকোলেটের বিরাট ভক্ত ছিলেন তিনি। সবটাই মিলে যাচ্ছে সিস্টার আন্দ্রের সঙ্গে!

সিস্টার আন্দ্রে এখন ক্যালমেন্টের বিশ্বরেকর্ড ভাঙতে চান। তিনি মনে করছেন, ওই রেকর্ড  এখন তাঁর নাগালের মধ্যে রয়েছে। আশা করা যায়, তিনি ওই রেকর্ড ভাঙতে পারবেন— সিস্টারের আস্থাভাজন ডেভিড তাভেলা এএফপিকে একথা বলেছেন।

পৃথিবীর বয়স্কতম মানুষের খেতাব পাওয়ার পরে আন্দ্রেকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন পোপ ফ্রান্সিস থেকে শুরু করে ফ্রান্সের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ।  তুঁলোর মেয়র হুবার্ট ফ্যালকো গোটা ব্যাপারটি নিয়ে উচ্ছ্বসিত। সিস্টার আন্দ্রেকে তিনি বলেছেন, ‘‘আপনি বিশ্বের গর্ব, দুনিয়ার সামনে একটা উদাহরণ।’’ ওয়াইনের গ্লাস হাতে আপনিও সিস্টার আন্দ্রের আরও দীর্ঘ জীবন কামনা করতে পারেন।