ব্রিটেনের যূবসমাজের মধ্যে সমকামীদের সংখ্যা বেড়েই চলেছে। এমনকি, চার বছরে সংখ্যাটা দ্বিগুণ হয়ে গিয়েছে। একটি সাম্প্রতিক পরিসংখ্যানে এই তথ্য সামনে এসেছে। বলা হচ্ছে, এই সময়ে ব্রিটেনের যূবসমাজের প্রতি ১২ জনের ১ জন লেসবিয়ান, গে কিংবা বাইসেক্সুয়াল।
সমকামীদের সংখ্যা কী ভাবে বেড়েছে, তা গত কয়েক বছরের হিসাব সামনে রাখলেই বোঝা যাবে। পরিসংখ্যান বলছে, ২০২০ সালে ১৬ থেকে ২৪ বছর বয়সিদের মধ্যে ৮ শতাংশ লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল কিংবা ট্রান্সজেন্ডার। ২০১৯-এ প্রতি ১০০ জনে এই অনুপাত ছিল ৬.৬, ২০১৬ সালে ৪.১ শতাংশ। ব্রিটেনের Office for National Statistics জানাচ্ছে, ২০১৪ সালের পর থেকেই যুব সমাজের মধ্যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে। ব্রিটেনের বার্ষিক জনসমীক্ষা থেকেই Office for National Statistics এই তথ্য সংগ্রহ করেছে।
২০২০ সালের তথ্য অনুযায়ী, ব্রিটেনের মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৩.১ শতাংশ লেসবিয়ান, গে কিংবা বাইসেক্সুয়াল। ২০১৪ সালে এই বিষয় নিয়ে যখন প্রথম পরিসংখ্যান সামনে আসে, তখন ১.৬ শতাংশ প্রাপ্তবয়স্ক সমকামী ছিলেন।