আফগানিস্তানে নিহত চিত্র-সাংবাদিক দানিশ সিদ্দিকী ও আরও তিন ভারতীয়কে ২০২২ সালের পুলিৎজার পুরস্কারে সম্মানিত করা হয়েছে।
সিদ্দিকী ছাড়া এই পুরস্কার পেয়েছেন আদনান আবিদি, সান্না ইরশাদ মাট্টু এবং অমিত দাভে। করোনাকালে ভারতের পরিস্থিতির ছবি তুলেছিলেন তাঁরা। এঁরা সকলেই রয়টার্সের। পুরস্কার পেয়েছেন ফিচার ফটো জার্নালিস্ট হিসেবে।
৩৮ বছর বয়স্ক সিদ্দিকীকে গত বছর আফগানিস্তানে হত্যা করা হয়। গত জুলাইয়ে কান্দাহারের স্পিন বোল্ডাক জেলায় আফগান সেনা ও তালিবানের মধ্যে সংঘর্ষের ছবি তুলতে গিয়েছিলেন তিনি। তাঁকে মরণোত্তর পুরস্কার দেওয়া হয়েছে।
তবে এ নিয়ে দ্বিতীয়বারের জন্য পুলিৎজার পুরস্কার পেলেন সিদ্দিকী। রোহিঙ্গা সঙ্কটের কভারেজের জন্য রয়টার্স দলের অংশ হিসাবে ২০১৮ সালে তাঁকে এই পুরস্কার দেওয়া হয়েছিল। সিদ্দিকীর ক্যামেরায় ধরা পড়েছিল আফগানিস্তানের সংঘর্ষ, হংকংয়ের বিক্ষোভের মতো ঘটনাগুলি। সিদ্দিকী দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক। টেলিভিশনে সংবাদ প্রতিবেদক হিসেবে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে তিনি আলোকচিত্রীর পেশা বেছে নেন। ২০১০ সালে যোগ দিয়েছিলেন রয়টার্সে।
পুলিৎজার পুরস্কার হল সংবাদপত্র এবং অনলাইন সাংবাদিকতা, সাহিত্য, সংগীত রচনায় কৃতিত্বের জন্য একটি মার্কিন পুরস্কার। হাঙ্গেরীয়-আমেরিকান সাংবাদিক এবং সংবাদপত্রের প্রকাশক জোসেফ পুলিৎজারের নামে এই পুরস্কার দেওয়া হয়। তিনি ১৯১১ সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে কিছু অর্থ রেখে গিয়েছিলেন। তাঁর উইলের একটি অংশ ১৯১২ সালে ‘স্কুল অফ জার্নালিজম’ প্রতিষ্ঠা করতে এবং পুলিৎজার পুরস্কার দিতে ব্যবহার করা হয়। ১৯১৭ সাল থেকে পুলিৎজার পুরস্কার দেওয়া শুরু হয়েছিল।