প্রণব দাস

সম্পর্কের ধুলোবালি ঢেকে দেয় প্রেমের সুক্ষ অনুভূতিগুলিকে। ভালোলাগার যে কারণগুলি থেকে দু’টি মানুষের কাছাকাছি আসা, জুড়ে যাওয়া প্রেমের রসায়নে— একসময়ে ব্রাত্য হতে থাকে সেগুলিই। তখন ভালোবাসার সম্পর্কের শূন্যতাকে ঢাকতে খোঁজ পড়ে সেই বহতা নদীর। যা পরস্পরকে কাছাকাছি এনেছিল।
ঘটনাচক্রে ভালোবাসা দিবসের দিনে প্রেমের এই হাহাকারকে সামনে নিয়ে এল আহা ফিল্মস্ প্রযোজিত স্বল্পদৈর্ঘ্যের সিনেমা ‘ম্যাজিক’।

পরিচালক মৈনাক কুন্ডুর এটাই প্রথম সিনেমা। তাঁর কথায়, ‘‘এক ঘরে থাকতে থাকতে আমরা ভুলে যাই চিঠি লিখতে, ভুলে যাই পাশাপাশি বসে গান গাইতে। হয়তো এই কারণগুলিই একদিন প্রেমের সম্পর্কে জুড়ে দিয়েছিল দু’টি মানুষকে।

সময়ের সঙ্গে সঙ্গে দেখা যায়, এই অভাবের কারণেই পরস্পরের কাছে ঝাপসা হতে শুরু করে মানুষ। আসলে, দু’টো মানুষের মধ্যে নদীর মতো কাজ করে এই কারণগুলি। এই নদীকে বয়ে যেতে দিতে হবে।’’ এই কথাটাই পরিচালক ফুটিয়ে তুলতে চেয়েছেন সিনেমার বিভিন্ন সংলাপে।

ম্যাজিক-এ মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অনুজয় চট্টোপাধ্যায় ও মোনালিসা চ্যাটার্জি। তাঁদের দু’জনেরই সাবলীল অভিনয় দর্শকদের ভাল লাগবে।
সিনেমাটির সংগীত পরিচালনার দায়িত্বে আনন্দী বসু ও রাজা চৌধুরী। আনন্দী বসুর গান ও রাজা চৌধুরীর গিটার এই সিনেমার অক্সিজেন।
সামাজিক মাধ্যমে সিনেমাটি দেখা যাচ্ছে।
ছবিটি দেখতে ক্লিক করুন এই লিঙ্কে—