২০১৮ এর মতো এবার ও বিশ্বকাপ মূল পর্বে যেতে পারলো না চারবারের বিশ্বকাপ জয়ী ইতালি দল।ইনজুরি টাইমে করা একটি মাত্র গোলে ফুটবল জগতের অপরিচিত দেশ উত্তর মেসিডোনিয়া হারিয়ে দেয় ইতালিকে। আর তার ফলে ইতালি পৌঁছাতে পারলো না কাতার বিশ্বকাপের মূল পর্বে।গত জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ইউরোপিয়ান ফাইনালে জয়ের পর ইতালির পক্ষে এই ফলাফল খুবই হতাশাজনক।
সারা ইতালি জুড়ে এখন শোকের ছায়া।
এই হারের পরে ইতালির প্রধান ক্রীড়া সংবাদপত্র লা গ্যাজেটা ডেলো স্পোর্টস-এর শিরোনাম ছিল “বিশ্বের বাইরে”। তারা লিখেছে রবার্তো মানচিনিকে টিম ম্যানেজার করা একটি ভুল সিদ্ধান্ত। ইতালির পুরো ফুটবল ব্যবস্থার পুনর্নির্মাণ করা দরকার।
১৯৩৪।১৯৩৮ ,১৯৮২ তারপর ২০০৬ সালের বিশ্বকাপ জয়ী দলটির কিন্তু গত তিনটি বিশ্বকাপের প্রদর্শন খুব হতাশা জনক।তারা ২০১০ এবং ২০১৪ সালে গ্রুপ পর্ব থেকে প্রস্থান করেছিল আর ২০১৮ সালে তারা মূলপর্বে পৌঁছাতেও পারে নি। আর তারপর ২০২২ সালেও তারা মূল পর্বে পোছাতেও পারলো না। তবে কি ইতালির ফুটবল তার গরিমা হারাচ্ছে।
দক্ষিণ-মধ্য মিলানের একটি সংবাদপত্র কিয়স্কের মালিক ক্রিশ্চিয়ান বলেছেন -গত দুই মৌসুমে, কোনো ইতালীয় ক্লাব দল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে পর্যন্ত পৌঁছাতে পারেনি,২০১০ থেকে কোনো উল্লেখযোগ্য ট্রফি নেই ইতালির ক্লাব গুলির। ফলে ক্লাবগুলির অবস্থা খুব খারাপ,বিশাল ঋণের বোঝা তাদের কাঁধে। তাই সিরি -আ তে কোনো ভালো প্লেয়ারকে খেলতে দেখা যাচ্ছে না। আর সেই কারনে ধাক্কা খাচ্ছে জাতীয় দল।